ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ‘দি ইঞ্জিনিয়ার্স-রত্নগর্ভা মা’ পদক পেলেন প্রকৌশলী আফরোজা বেগম। রোববার দুপুরে রাজধানী রমনার আইইবি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

পদক গ্রহণকারী প্রকৌশলী আফরোজা বেগম রাজশাহী মতিহার থানার বাসিন্দা। তার মাতার নাম সুফিয়া আহমেদ।

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু), প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, মো. নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু প্রমুখ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী বলেন, মায়েদের যে অবদান, তার স্বীকৃতি দিতে হবে। মায়েরা অবহেলিত হলে সমাজ-রাষ্ট্র অবহেলিত হয়। পরিবারে মায়েরা অবহেলিত হওয়ার পরও সবকিছু সহ্য করেন। মায়েদের স্বীকৃতি প্রথম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই দিয়েছিলেন। বিধবা ভাতা, বয়স্ক মহিলা ভাতার ব্যবস্থা তিনিই করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে আবদুস সবুর বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার একজন মা। নিজ নিজ কর্মে, পরিবারে সফল ও সমৃদ্ধ তারা। মায়েদের যত্ন নিলে জাতি ও দেশ এগিয়ে যায়।

প্রসঙ্গত, যাদের সন্তানরা দেশের প্রকৌশল উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখছেন এমন ৮০ জন রত্নগর্ভা মাকে অনুষ্ঠানে পদক প্রদান করা হয়।