ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, খালগুলো পাওয়ার পরই পরিস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দখল ও ভূমিদস্যুদের আগ্রাসনে এ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বুধবার রাজধানীর শনিরআখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে-সংলগ্ন খাল পরিস্কার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন মেয়র তাপস।

তিনি বলেন, 'ভূমিদস্যুদের জরিমানা করেও নিবৃত্ত করা যাচ্ছে না। যে জায়গা আজ দখলমুক্ত করা হলো, ছয় মাস আগেও করেছিলাম।'

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেয়র ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের গণশৌচাগার, ৪০ নম্বর ওয়ার্ডে মেয়র সাদেক হোসেন খোকা খেলার মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডে কিউলেক্স মশা নিধন কার্যক্রম এবং ৭১ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ করেন।

এদিকে বুধবার কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় কামরুল ইসলাম এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, 'ওয়ান-ইলেভেন পরবর্তী তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তাকে সংবর্ধনা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।'

তিনি বলেন, 'বুড়িগঙ্গা নিয়ে মেগা প্রজেক্ট বাস্তবায়ন শুরু হয়েছে। হাজারীবাগ-ধানমন্ডিতে মেট্রোরেল এবং কামরাঙ্গীরচরে বহুতন ভবন নির্মাণের মাধ্যমে গুলশানের চেয়েও আধুনিক করে গড়ে তোলা হবে।'

কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকারের সভাপতিত্বে এবং ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কাউন্সিলর নূরে আলম চৌধুরী, সাইদুল ইসলাম মাদবর প্রমুখ।