- রাজধানী
- বিএনপির গণঅবস্থান ঘিরে শাহবাগে 'সতর্ক অবস্থান' ছাত্রলীগের
বিএনপির গণঅবস্থান ঘিরে শাহবাগে 'সতর্ক অবস্থান' ছাত্রলীগের

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিএনপি জোটের গণমিছিলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ছিল ছাত্রলীগ। বুধবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দিনভর সতর্ক অবস্থানে থাকে দলটির নেতাকর্মীরা। এ ছাড়াও দেশব্যাপী বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা।
বুধবার সকাল ১১ থেকে বিকেল ৩ টা পর্যন্ত ‘সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির প্রতিশব্দ বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচি'র ব্যানারে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে ‘ছাত্র জনতার গণমিছিল’ ব্যানারে কর্মসূচিতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, গভ. অ্যাপ্লাইড সায়েন্স কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শাখা ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থানে যোগ দেন।
অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, গণঅবস্থানের নামে বিএনপি খুনিদের গেটটুগেদার করছে। সড়ক বন্ধ করে বনভোজনের আয়োজন করছে। ২০১৩ সালে এই গোষ্ঠী দেশে আন্দোলনের নামে নৈরাজ্য তৈরি করেছিল। এদের দর্প আমরা চূর্ণ করে দেব। বাংলার মাটি থেকে এদের নিশান মুছে দেব। বাংলাদেশ ছাত্রলীগ এই লড়াই শুরু করেছে, ছাত্রলীগ এর শেষ দেখে ছাড়বে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে, তখনই দেশে-বিদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পঁচাত্তরের ঘাতকদের দ্বারা প্রতিষ্ঠিত সেই বিএনপি-জামায়াতের নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্ত করে এদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। গণ অবস্থানের নামে যদি গণ হয়রানির চেষ্টা করা হয় তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে বুধবার সকাল দশটা থেকে রাজধানীর পল্টন ও বিভাগীয় শহরগুলোতে ‘গণঅবস্থান’ পালন করছে বিএনপিসহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও জোট।
মন্তব্য করুন