- রাজধানী
- সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ফাইল ছবি।
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়।
এর আগে সকাল ছয়টায় ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সে সময় মাঝনদীতে খান জাহান আলী ও শাহ মকদুম নামে দুইটি ফেরি কুয়াশার কারণে আটকে পড়েছিল।
সমকালের শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, সকাল ছয়টা থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফের নৌযান চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার আব্দুস সালাম জানান, অপেক্ষায় থাকা যানবাহন সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
মন্তব্য করুন