শেকড় মনে রাখলে তরুণরা জঙ্গিবাদে জড়াবে না বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওস্থ বিজি প্রেস খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ফরিদা ইয়াসমিন বলেন, 'আমরা যেন আমাদের মুক্তিযুদ্ধকে মনে রাখি। অনেক ত্যাগ, তিতিক্ষা, রক্তের বিনিময়ে আমাদের এই দেশ, স্বাধীনতা ও লাল সবুজের এই পতাকা। আমরা মনে রাখবো আমাদের শেকড় কোথায়। আমাদের শেকড় কিন্তু মুক্তিযুদ্ধ। আমরা মনে করি, তরুণরা যদি এই শেকড়কে মনে রাখে তাহলে তারা জঙ্গিবাদে জড়াবে না, কোন খারাপ কাজে যাবে না।'

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমরাই আগামীর বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি, এখানকার অনেকেই আগামীর বাংলাদেশকে পরিচালনা করবে। মন্ত্রী হবেন, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান হবেন। তাই যে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ হতে চলেছে, তরুণদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে।'

এদিন সকাল থেকেই সারাদেশ থেকে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের প্রায় আড়াই হাজার বন্ধু অনুষ্ঠানস্থলে সমবেত হন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময় হারিয়ে ফেলা বন্ধুদের জন্য দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আয়োজকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী কণা, সজল ও ক্লোজআপওয়ান শিল্পী রাজীব অনুষ্ঠানে গান পরিবেশন করেন। অনুষ্ঠানের মাঝে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের উদ্যোগে দেশজুড়ে মানবিক কর্মকাণ্ডের বিষয়ে প্রেজেন্টেশন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিশান মাহমুদ রনি ও মুমু মাহিনুর। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন শরিফুল ইসলাম মিয়া ও আরাফাত মুন্না।