-চীনের ঐতিহ্যবাহী বর্ষপঞ্জি অনুযায়ী নতুন বছরে প্রথম চাঁদ ওঠার দিন থেকে শুরু হয় চান্দ্র নববর্ষ। চীনের মূল ভূখণ্ডে বসন্ত উৎসব হিসেবে পরিচিত এ অনুষ্ঠান। এ বছর মহামারিপূর্ব সময়ের মতোই উৎসবটি উদযাপন করতে যাচ্ছে দেশটির নাগরিকরা।
-নববর্ষের আগের দিন পুনর্মিলনী ডিনার দিয়ে শুরু হয় এবং পরবর্তী ১৫ দিন পর্যন্ত চলতে থাকে। এই ঐতিহ্যবাহী উৎসব মানুষকে তাদের পরিবারের সঙ্গে একত্র হতে, উদযাপন করতে এবং একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ দেয়।
- চীনারা প্রতিটি নববর্ষের প্রতিনিধিত্ব করতে তাদের রাশিচক্রের প্রাণী ব্যবহার করে। ২০২৩ সাল হলো চীনের খরগোশ বর্ষ।
- নানচিং শহরের রাস্তায় ও গলিতে খরগোশ আকারের লণ্ঠনগুলো প্রত্যেকের জন্য একটি শক্তিশালী নববর্ষের আমেজ তৈরি করেছে। নববর্ষ উদযাপনে ১৫ দিনের এই উৎসব অনুষ্ঠিত হয়। 
- চীনা নববর্ষের ইতিহাস সাড়ে ৩ হাজার বছরেরও বেশি পুরোনো। কিংবদন্তি অনুসারে উৎসবের উৎস শাং রাজবংশের শাসনামলে (১৬০০-১০৪৬ খ্রিষ্টপূর্ব) তা শুরু হয়। া

বিষয় : চান্দ্র নববর্ষ চীনা নববর্ষ

মন্তব্য করুন