- রাজধানী
- কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণীর
কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণীর

ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বঙ্গবন্ধু হাইটেক পার্ক রেলস্টেশনের পশ্চিমে গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কানে হেডফোন লাগিয়ে ওই তরুণী মোবাইল ফোনে ছবি তুলছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি। তাঁর এক পা ও শরীরের নানা অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় উভয় পাশে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।বঙ্গবন্ধু হাইকেট পার্ক রেলস্টেশনের মাস্টার হায়দার আলী জানান, ট্রেনচালক বারবার হর্ন দিলেও ওই তরুণী রেললাইন থেকে সরেননি। ধারণা করা হচ্ছে, দুই কানে হেডফোন লাগিয়ে তিনি মোবাইল ফোনে ছবি তুলছিলেন। পরে গাজীপুর রেলওয়ে পুলিশ লাশ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন