শীত এলে শুরু হয়
পিঠাপুলি উৎসব
পাড়াগাঁয়ে ঘরে ঘরে
হৈ-চৈ কলরব।

কত-শত রকমের
পিঠাপুলি আছে
স্বাদ আর ঘ্রাণে প্রিয়
সকলের কাছে।

পিঠাপুলি বানালে
খেজুরের গুড়ে
সুবাস ছড়িয়ে পড়ে
চারপাশ জুড়ে।
শীত শীত আমেজে
পিঠা খেতে বেশ
শীত এসে চলে যায়
রয়ে যায় রেশ।

বিষয় : পিঠাপুলি উৎসব

মন্তব্য করুন