ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা। বিশেষ করে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় মিয়ামি সব ধরনের সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল' ডেভলপমেন্ট প্রোগ্রামের (সিএলডিপি) আমন্ত্রণে ও অর্থায়নে ডিএনসিসির কর্মকর্তাদের দশ দিনের প্রশিক্ষণের সমাপনী দিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ড্যানেলিয়া লিভাইন এ কথা জানান।

অনুষ্ঠানে উপস্থিত থাকা ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, নগর ব্যবস্থাপনায় মিয়ামির অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ডিএনসিসি স্মার্ট সিটির ভিশনে পৌঁছাতে বেগ পেতে হবে না।

সিএলডিপির অধীনে গত ১৪ জানুয়ারি থেকে হোল্ডিং ট্যাক্স আদায়, হিসাবরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, কুইক রেসপন্স টিম ও মশক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে কলমে শিক্ষা নিয়েছে ডিএনসিসির প্রতিনিধি দল।

শেষ দিনের বৈঠক শেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, মিয়ামি সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএনসিসিকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে মিয়ামি ডেড কাউন্টিও সহযেগিতা করবে।

এ সময় মিয়ামির মেয়র ঢাকাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠিয়ে ঢাকাকে স্মার্ট সিটি রূপান্তরে সহায়তার আশ্বাস দেন তিনি।

ড্যানিলিয়া লিভাইন কাভা বলেন, আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প প্রতিনিধি দলকে দেখানো হয়েছে। ডিএনসিসিকে যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত।

প্রশিক্ষণ শেষে ডিএনসিসির কর্মকর্তা ও কাউন্সিলরদের হাতে সনদপত্র তুলে দেন মিয়ামি ডেড কাউন্টির ডেপুটি মেয়র জিমি মোরালেস ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।