কক্সবাজারের পেকুয়ায় মাছ ধরার ট্রলার থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক রোহিঙ্গাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে পেকুয়ার মগনামা লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন-কক্সবাজারের কুতুবদিয়া থানার সিকদারপাড়ার মো. ছবির আলমের ছেলে নুরুল আবছার (৩২), সদরের কুতুবদিয়া পাড়ার প্রয়াত জামাল উদ্দিনের ছেলে মো. মেহের আলী (৩৯), একই এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (৩৭), প্রয়াত জামাল উদ্দিনের ছেলে মো. কালু (২৩) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবু তাহেরে ছেলে নুরু হাসান (৩৩)।

দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, ‌‌র‌্যাবের কাছে ট্রলারে ইয়াবা পাচারের তথ্য থাকলেও কোন ট্রলারে আনা হবে, সে তথ্য ছিল না। আটক করা ট্রলারটি বিভিন্ন রুটে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে র‌্যাব সদস্যরা দুটি স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে ঘাটে ভেড়াতে বাধ্য করেন। পরে আটক ট্রলারে তল্লাশি চালিয়ে মাছ রাখার ড্রামে দুই লাখ ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, ইয়াবাগুলোর মালিক নুরুল আবছার। রোহিঙ্গা নুরু হাসান মিয়ানমারে তার মামার কাছ থেকে ইয়াবাগুলো টেকনাফের শাপলাপুর ঘাটে নিয়ে আসেন। ট্রলারটির মালিক হামিদ। এটি ভাড়া করেন আবছার। আবছার আগে ছোট ছোট চালানে ইয়াবা নিয়ে আসতেন। লাভবান হওয়ায় নুরুর মাধ্যমে বড় চালান আনার চেষ্টা করেন।

তাদের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে বলে জানান ক্যাম্প অধিনায়ক।