- রাজধানী
- জন্ম নিবন্ধন সচল করতে চসিকের চিঠি, জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার ২
জন্ম নিবন্ধন সচল করতে চসিকের চিঠি, জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার ২

জালিয়াতির ঘটনায় স্থগিত রাখা পাঁচটি ওয়ার্ডে জন্ম নিবন্ধন কার্যক্রম সচল করতে রেজিস্ট্রার জেনারেল বরাবরে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়। জন্ম নিবন্ধন বন্ধ থাকায় বিভিন্ন প্রয়োজনে সনদ নিতে আসা লোকজন ভোগান্তিতে পড়েছেন।
এদিকে জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাকিব হোসেন হিমেল ও মনি দেবী নামে এক নারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। তাদের হালিশহর থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।
গত ৮ থেকে ২২ জানুয়ারী পর্যন্ত জন্ম নিবন্ধন সার্ভারে অনুপ্রবেশ করে নগরীর দক্ষিণ কাট্টলী, পাহাড়তলী, উত্তর পতেঙ্গা, দক্ষিণ মধ্যম হালিশহর ও আন্দরকিল্লাহ ওয়ার্ডে ৫৪৭টি জন্মসনদ ইস্যু করা হয়। সর্বশেষ গত ২৪ জানুয়ারি নগরীর লালখানবাজার ওয়ার্ডে ২৪৯টি জন্মসনদ ইস্যু করে জালিয়াতরা। এ ঘটনায় বৃহস্পতিবার ওয়ার্ডের জন্ম নিবন্ধন সহকারী পীযুষ ঘোষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে অবৈধভাবে ইস্যু হওয়া জন্ম নিবন্ধন সনদগুলো বাতিলের জন্য রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বরাবর চিঠি পাঠিয়েছে চসিক।
এ প্রসঙ্গে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, ‘এখন স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি চলছে। জন্ম নিবন্ধন সনদের জন্য অনেকে ভর্তি হতে পারছে না। অনেকের ভর্তির সময় পার হয়ে যাচ্ছে। জালিয়াতির ঘটনার কারণে সাময়িক জন্ম নিবন্ধন স্থগিত থাকায় এসব ওয়ার্ডের সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। দ্রুত সময়ের মধ্যে সুরক্ষাব্যবস্থা গ্রহণ করে ওয়ার্ডগুলোতে জন্ম নিবন্ধন সচল করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, জন্ম নিবন্ধন সার্ভারে প্রবেশের পাসওয়ার্ড পরিবর্তন করেও জালিয়াতি ঠেকাতে না পারায় গত মঙ্গলবার থেকে ছয়টি ওয়ার্ডে জন্মনিবন্ধন বন্ধ রেখেছে সিটি করপোরেশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেয় রেজিস্ট্রার জেনারেল কার্যালয়। জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এসব ওয়ার্ডের বাসিন্দারা।
পতেঙ্গা ওয়ার্ডের বাসিন্দা ফারজানা ইয়াসমিন বলেন, ‘ছোট ভাইকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করানোর জন্য জন্মনিবন্ধনের প্রয়োজন। গত সপ্তাহে আবেদন করেছিলাম, এ সপ্তাহে সনদ দিবে বলেছিল। কিন্তু এখন সনদ দেওয়া বন্ধ রয়েছে। জন্মনিবন্ধন সনদ ছাড়া ভর্তি করাচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ, এখন কি করি।’
নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে নিবন্ধন সনদ নিতে আসা এক যুবক বলেন, ‘পাসপোর্ট করার জন্য সনদ প্রয়োজন। জালিয়াতির ঘটনায় বন্ধ থাকায় কখন পাবো জানি না। ওয়ার্ড কার্যালয়ের লোকজনও বলতে পারছেন না।’
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্র জানায়, গত বুধবার মনি দেবী নামে এক নারী নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে জন্ম নিবন্ধন সনদের জন্য আসেন। ওই সনদ দেখে জালিয়াতির মাধ্যমে তৈরি করা সনদ বলে শনাক্ত করেন জন্ম নিবন্ধন সহকারী। পরে বিষয়টি পুলিশকে জানালে ওই নারীকে হেফাজতে নেন। তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন নগরীর ইপিজেড এলাকার দোকানদার রাকিব হোসেন হিমেলের মাধ্যমে তিনি এটি করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে, অভিযান চালিয়ে হিমেলকে গ্রেপ্তার করে পুলিশ।
কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন সমকালকে বলেন, ‘জন্ম নিবন্ধন জালিয়াত চক্রের সদস্য হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার নারীর জন্ম নিবন্ধন সনদ রয়েছে। তিনি নামের পদবি ও বয়স কমিয়ে জালিয়াতির মাধ্যমে আরেকটি জন্ম নিবন্ধন সনদ তৈরি করছিলেন। জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া হালিশহর থানার মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মন্তব্য করুন