- রাজধানী
- মহাখালীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি
রাজধানীর মহাখালীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সানুমংগ মারমা সমকালকে জানান, সকাল ১১টার দিকে মহাখালী রেলগেট এলাকায় ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
তিনি জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন