রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার কুনিপাড়ার রাস্তার ধার থেকে উদ্ধার করা সেই নারীর পরিচয় খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই বৃদ্ধার ফিঙ্গার প্রিন্ট থেকে তাঁর জাতীয় পরিচয়পত্র খুঁজে পেয়েছেন। 

নিজের ঘর থাকতেও রাস্তার পাশে ঠাঁই হওয়া অভাগা সেই বৃদ্ধার নাম জোবেদা খাতুন, বাবার নাম রাজ মাহমুদ সরকার, মা'র নাম মেগির মা খাতুন। জোবেদা খাতুনের গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ২নং ওয়ার্ডের সুরজিতপুর গ্রামে। তাঁর এনআইডি কার্ডে বর্তমান ঠিকানা হিসেবে দেওয়া আছে রাজধানীর শান্তিনগরের উত্তর নয়াটোলা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গতকাল শীতের সন্ধ্যায় তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার রাস্তার ধার থেকে তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশের তত্ত্বাবধায়নে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখন পর্যন্ত কথা বলতে পারছেন না। তিনি হাসপাতালের ৬৩২নং ওয়ার্ডের ৬৯নং বেডে চিকিৎসাধীন আছেন। 

তিনি জানান, ওই বৃদ্ধার পরিচয় শনাক্তে সিআইডিকে জানানো হয়। পরে তারা বৃদ্ধার ফিঙ্গার প্রিন্ট থেকে জাতীয় পরিচয়পত্র খুঁজে বের করেন।

ওসি আরও জানান, জোবেদা খাতুনের এনআইডিতে উল্লেখিত স্থায়ী ঠিকানা অনুযায়ী সেখানকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বাড়ির ঠিকানা ছাড়া উল্লেখযোগ্য কোনো তথ্য দিতে পারেননি। তবে এ বিষয়ে পুলিশের সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই ইউসুফ আলী বলেন, কুনিপাড়া থেকে জোবেদা খাতুনকে উদ্ধারের পর আশপাশের সকল সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাকে কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে সেটার সন্ধানে তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুই ব্যক্তি এসে দ্রুত ওই বৃদ্ধাকে গলিতে রেখেই সটকে পড়েন। এরপর এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল তাঁকে উদ্ধার করে।