পাঁচতলা ভবনের ছাদে খেলছিল শিশুরা। তাদের মধ্যে ছিল ৯ বছর বয়সী আব্দুর রহিম ও তার মামাতো বোন সোনিয়া (৬)। ছাদে কোনো রেলিং ছিল না। অসাবধানতায় হঠাৎ দুই ভাইবোন নিচে পড়ে যায়। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায়।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর লালবাগের নবাবগঞ্জ এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মারা যায় তুষার আহমেদ কায়েস (১২) নামে আরেক শিশু। সেও খেলার সময় এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও মৃতদের স্বজনের সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের আহসানবাগের সিলেটি বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকত ওই দুই শিশু। তাদের মধ্যে রহিমের বাবার নাম রোমান মিয়া এবং সোনিয়ার বাবার নাম রাশেদ মিয়া। শুক্রবার সন্ধ্যার আগে শিশু দু'টি খেলার উদ্দেশ্যে ছাদে যায়। সেখানে কিছুক্ষণ তারা খেলেও। এর একপর্যায়ে তারা নিচে পড়ে গুরুতর আহত হয়।

মৃত রহিমের বাবা রোমান মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে বাসার ছাদ থেকে পড়ে যায় দুই ভাইবোন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তারা বেঁচে নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রক্তাক্ত অবস্থায় দুই শিশুর নিথর দেহ হাসপাতালে আনা হয়। চিকিৎসক মৃত ঘোষণার পর মরদেহ দুটি জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।