- রাজধানী
- বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি দাবির ২ শিক্ষার্থীকে আটক করল পুলিশ
বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি দাবির ২ শিক্ষার্থীকে আটক করল পুলিশ

শাহবাগ থানা- ফাইল ছবি
২০২১-২২ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরিক্ষার দাবি আন্দোলন কমিটির আহ্বায়ক নটরডেম কলেজের শিক্ষার্থী আলভী মাহমুদ ও কমিটির সদস্যসচিব মাইলস্টোন কলেজের শিক্ষার্থী মুহাম্মদ সানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের শাহবাগ থানায় আটক করা হয়।
আটকের তথ্যটি সমকালকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।
দ্বিতীয়বার ভর্তির আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনের সময় ‘সড়ক আটকে রাখায়’ লাঠিচার্জ করে পুলিশ। এতে প্রায় ১৫ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে রোববার (২৯ জানুয়ারি) সকাল দশটায় শাহবাগ মোড়ে কর্মসূচির ডাক দেন। ঘটনা জানতে পেরে আজ শনিবার দুপুরে পুলিশ আলভী আর সানিকে ফোন দিয়ে কথা বলার জন্য ডাকে। তারা থানায় গেলে তাদের আটক করা হয়।
তারা আরও অভিযোগ করেন, তাদের আন্দোলন যেন সফল না হয় তাই তাদেরকে আটক করা হয়েছে। তারা আলভী মাহমুদ এবং মুহাম্মদ সানির মুক্তির দাবিতে কালকে কর্মসূচি পালন করবেন বলে জানান।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ সমকালকে বলেন, ‘আলভী মাহমুদ এবং মুহাম্মদ সানি দুজন শিক্ষার্থীই আটক আছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে ছাত্রলীগের সঙ্গে একটি মারামারির ঘটনা ঘটে। এরা সেই ঘটনায় সম্পৃক্ত। তাই এদেরকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
মন্তব্য করুন