প্রতিযোগিতা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক আর দর্শনার্থীদের পদচারণায় দ্বিতীয় দিনেও মুখর ছিল জাতীয় বিজ্ঞান মেলা। গত ২৭ জানুয়ারি রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

শনিবার সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় দিনের আয়োজন শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রজেক্ট প্রদর্শনী গ্রাউন্ড, শিক্ষা ভবন-৩, শিক্ষা ভবন-২ তিনটি ভেন্যুতে চলে এ উৎসব।

সকালে প্রজেক্ট প্রদর্শনী গ্রাউন্ডে ফিফটি টু একর চ্যালেঞ্জ, প্রজেক্ট, ওয়াল ম্যাগাজিন এবং স্ক্র্যাপ বুক প্রদর্শনী শুরু হয়। একই সময়ে শিক্ষা ভবন-৩-এ গেমিং, ইলাস্ট্রেশন ও পোস্টার ডিজাইনিং প্রদর্শনী, মানসিক দক্ষতা পরীক্ষা (আইকিউ টেস্ট) এবং নানা অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষা ভবন-২-এ মেমেকন; পপ কালচার, সলো (লিখিত) এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা, রুবিকস কিউব, অডিটোরিয়ামে মাধ্যমিক এবং সিনিয়র অংশের ফাইনাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় দিনের পর্দা নামে।

জীববিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হন আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরশাদ আজিজ। রানার্স আপ হন সরকারি মোহাম্মদপুর মডেল কলেজের শিক্ষার্থী শাফকাত রহমান সাবিত। এ ছাড়া গেমিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং কুইজ প্রতিযোগিতায় রানার্স আপের পুরস্কার জিতে নেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাসনুন ইসলাম ইতমাম।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিআরএমসির অধ্যক্ষ ব্রিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। এ সময় কলেজের উপাধ্যক্ষ ফাতেমা জোহরা ও মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রণব হাওলাদার।