রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মো. তাহা (৯) নামে এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, মিরপুর-১৪ নম্বরে পরিবারের সঙ্গে থাকে শিশু তাহা। আজ দুপুর ১২টার দিকে সে তার বাসার সামনে খেলছিল। এ সময় পাশের নির্মাণাধীন ভবন থেকে একটি ইট তার মাথায় পড়ে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সঙ্কটাপন্ন।

শিশুটির বাবা মো. তপু জানান, তাহা স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে।

ভাষানটেক থানার ওসি জানে আলম মুন্সী সমকালকে বলেন, এ ধরনের একটি ঘটনার তথ্য পাওয়া গেছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।