- রাজধানী
- ট্রেনের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিনের মৃত্যু
ট্রেনের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিনের মৃত্যু

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় নিহত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আব্দুর রশীদ
রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আব্দুর রশীদের (৬৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সমকালকে জানান, লাশের পকেট থেকে পাওয়া কাগজপত্র থেকে তার নাম-ঠিকানা জানা গেছে। তার বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার পুটিপাড়া গ্রামে।
তিনি জানান, ময়না তদন্ত ছাড়াই স্বজনরা রাতে লাশ নিয়ে পাবনা জেলায় গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
এস আই আরও জানান, নিহত পাবনার সাথিয়া উপজেলার বাসিন্দা। ঘটনার সময় তিনি ওই এলাকায় বাজার করতে গিয়েছিলেন। ঘটনার পরপরই মরদেহের পাশে ব্যাগ ভর্তি কাঁচা তরকারি পাওয়া গেছে। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নিহতের নাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম ফারহান সমকালকে জানান, বুধবার সকাল ৯টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। বাদ জোহর তার দাফন হবে।
ফাহিম আরও জানান, রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে একটি ভাড়া বাসায় একাই থাকতেন তিনি। তার স্ত্রী-সন্তানরা কানাডায় বসবাস করেন।
মন্তব্য করুন