হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বাস থেকে ১৪ কেজি ১৩২ গ্রামের ১২০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার জব্দ এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকা।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক হারুনর রশিদকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদেশ হোসেন সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় যাত্রী পরিবহন বাসে তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা। এ সময় চালকের আসনের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা চারটি স্বর্ণ বারের প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১৪ কেজি ১৩২ গ্রাম।

বিমানবন্দর থানার পুলিশ জানায়, স্বর্ণ পাচারের অভিযোগে ইউএস-বাংলার বাসচালক হারুনর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হবে। রশিদ রাজধানীর বাইনিয়া এলাকার আলী হোসেনের ছেলে।