- রাজধানী
- হিযবুত তাহ্রীরের সাজাপ্রাপ্ত সদস্য ৭ বছর পর গ্রেপ্তার
হিযবুত তাহ্রীরের সাজাপ্রাপ্ত সদস্য ৭ বছর পর গ্রেপ্তার

তমিজ আহম্মেদ সবুজ
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাজাপ্রাপ্ত তমিজ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ শুক্রবার সকালে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় সাত বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন সবুজ।
এটিইউ জানায়, গ্রেপ্তার সবুজ তথাকথিত 'ইসলামী খেলাফত' প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভীতি ও অস্থিরতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছিলেন। তিনি গণতন্ত্র ও প্রচলিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ সাংগঠনিক কার্যক্রম চালাতেন। ২০১৪ সালে হিযবুত তাহ্রীরের লিফলেট বিতরণকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তি পেয়ে তিনি পালিয়ে যান।
এটিইউর সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন জানান, সবুজ রাজধানীর কলাবাগান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
মন্তব্য করুন