- রাজধানী
- নয়া পল্টনে বিএনপির সমাবেশ শুরু
নয়া পল্টনে বিএনপির সমাবেশ শুরু

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
দেশের ১০ বিভাগে আজ বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হচ্ছে ঢাকা বিভাগীয় সমাবেশ।
এই সমাবেশে যোগ দিতে দুপুরের আগেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি নেতাকর্মী। এতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়া পল্টন।
ঢাকার এই সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
ঢাকা বিভাগের এই সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন