বরিশালে প্রয়াত বিচারপতি এফ আর এম নাজমুল আহসান মিজানের নামে সড়ক হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বিচারপতি নাজমুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাতে বরিশালের অশ্বিনী কুমার হলে আয়োজিত স্মরণসভায় তিনি এ ঘোষণা দেন।

বিচারপতি নাজমুল আহসান স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক জিয়াউল হক, বিচারপতি নাজমুলের ছোট ভাই সাংবাদিক তৌফিক মারুফ, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিচারপতি নাজমুলের মতো সততা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে নতুন প্রজন্মের মধ্যে জাগিয়ে তোলার আহ্বান জানান।

এর আগে বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ বিচারপতির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে তাঁর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক ও সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।