- রাজধানী
- বীর প্রতীক জহুরুল হক মুন্সী আর নেই
বীর প্রতীক জহুরুল হক মুন্সী আর নেই

বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক। ছবি-সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রোববার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক বকশীগঞ্জের চন্দ্রাবাজ এলাকায় জন্ম গ্রহণ করেন। যুদ্ধ পরবর্তীকালে তিনি পার্শ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী পৌর শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সাহসী ভূমিকা রাখায় তাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। তিনি দুইবার বীর প্রতীক উপাধি লাভ করেছেন। বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। রোববার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১১ টায় চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ও দুপুর আড়াইটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন