- রাজধানী
- আরব আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ
আরব আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ

মার্চের শেষদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। যেটি হতে যাচ্ছে আরব আমিরাতের মাটিতে। এমনটাই নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি।
জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের পাশে দাঁড়াতে সিরিজটি খেলতে যাচ্ছে পাকিস্তান।
টুইটারে শেঠি বলেন, আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি অস্ট্রেলিয়া প্রত্যাহারের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছিল দেশটি। তাই ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড মার্চের শেষের দিকে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যেটি অনুষ্ঠিত হবে শারজাহতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান আরো যোগ করেন, অন্যান্য শীর্ষ চার বোর্ডের মত আফগানিস্তানকে এসিসির রাজস্বের সমান অংশ দেওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তকেও সমর্থন করেছেন। শেঠি বলেন, 'আমি আফগানিস্তানকে বিসিসিআই, পাকিস্তান ক্রিকেট বোর্ড, এসএলসি এবং বিসিবির মতো এসিসির রাজস্বের সমান অংশ দেওয়ার জন্য এসিসির সিদ্ধান্তকে সমর্থন করেছি।'
মন্তব্য করুন