পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে শীত উৎসব ও সুহৃদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বছরের শুরুতে এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় পৌর এলাকার সাঁড়াগোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুহৃদরা এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল সুহৃদদের আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ, চলমান কর্মসূচির বাস্তবায়ন, আলোচনা সভা ও পুনর্মিলনী। এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা সুহৃদ উপদেষ্টা এমদাদুল হক আমান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাকশী রেলওয়ে কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, উপাধ্যক্ষ সাইয়েদ কামরুল হাসান শিমুল, বিপিএড কলেজের অধ্যক্ষ আখতার আনজাম হোসেন ডন, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, আব্দুল বাতেন, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু, সুহৃদ উপদেষ্টা সেলিম সরদার, সহসভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু। আলোচনা শেষে রাতে অর্ধশতাধিক সুহৃদের সঙ্গে নৈশভোজে অংশ নেন অতিথিরা। অনুষ্ঠানের এক পর্যায়ে ঈশ্বরদী সুহৃদ সহসভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠুর জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ ঈশ্বরদীর সভাপতি আর. কে. বাবু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন প্রচার সম্পাদক দুর্জয় ইসলাম লিমন মন্ডল ও সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান চৌধুরী। বক্তব্য দেন- সুহৃদ উপদেষ্টা সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন, রফিকুল ইসলাম বাচ্চু, তানজিরুল আলম মিটো, সাবেক কমিশনার ফখরুল ইসলাম মনি, যুগান্তর স্বজন সভাপতি আফছার আলী প্রমুখ। অতিথি, সাংবাদিক ও সুহৃদদের সরব উপস্থিতিতে আড্ডা-গানে মুখর হয়ে ওঠে উৎসব।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি