বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মিতব্য তৃতীয় টার্মিনালের কাজ ইতোমধ্যে প্রায় ৬০ শতভাগ সম্পন্ন হয়েছে। এ বছর অক্টোবরে প্রথম ধাপের আংশিক উদ্বোধন করা হবে।

আজ মঙ্গলবার বিমানবন্দরে টার্মিনালেল নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানান।

মাহবুব আলী বলেন, দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন এখন দৃশ্যমান। বর্তমানে টার্মিনাল ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, আশা করছি অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের আংশিক অংশ উদ্বোধন করবেন। আমরা করোনার মধ্যেও এই কাজ এগিয়ে নিয়েছি। টার্মিনালটি এখন দৃশ্যমান।

তিনি আরও বলেন, বিমানবন্দর একটি স্বাধীন দেশের গেটওয়ে। বিদেশ থেকে যেসব পর্যটক বাংলাদেশ আসবে, তারা যেন বিমানবন্দরে নেমেই দেশের উন্নয়নের বিষয়ে ধারণা নিতে পারেন। আমাদের মেট্রোরেল ও পদ্মাসেতু উদ্ধোধন এবং পাতাল রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

দেশের এভিয়েশন খাতে নিরব বিপ্লব চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল নির্মাণ চলছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে বাড়ানোসহ ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এ ছাড়া চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর বিমানবন্দরে উন্নয়ন কাজ চলছে। বহরে যুক্ত করা হচ্ছে নতুন উড়োজাহাজ।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সুকেশ কুমার সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান, বেবিচকের প্রধান প্রকৌশলী আবদুল মালেক, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।