কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে টেকনাফ পৌর এলাকা ও হ্নীলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার শামশুল আলমের ছেলে মো. শফিক (১৯),  আলতাজ আহমদের ছেলে আল শাহাদাত (২৫),  কায়ুকখালী পাড়া এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে সোহেল রানা ও উপজেলার হ্নীলা এলাকার জাফর আহমদের ছেলে রোহিঙ্গা সৈয়দ নুর (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার হোটেল দ্বীপ প্লাজায় অভিযান চালিয়ে মো. শফিক ও আল শাহাদাতকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে কায়ুকখালী পাড়া এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

সিরাজুল মোস্তফা বলেন, গ্রেপ্তার সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- উদ্ধার করা ২০ হাজার ইয়াবার মালিক একই এলাকার আবু বক্কর ছিদ্দিক। এছাড়া উপজেলার হ্নীলা এলাকা রোহিঙ্গা সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

মামলায় আবু বক্কর ছিদ্দিকে পলাতক আসামিকে করে গ্রেফতারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানা ডিএনসির এ কর্মকর্তা।