- রাজধানী
- ডুমনি ভূমি অফিসের ৩ দালালকে কারাদণ্ড
ডুমনি ভূমি অফিসের ৩ দালালকে কারাদণ্ড

রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলের ডুমনি ভূমি অফিসে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান করায় মোবাইল কোর্টের অধীনে এ কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক ভূমি অফিসটি সরেজমিনে পরিদর্শনকালে দালালদের হাতেনাতে আটক করেন। ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. তাইপ (২৫), মো. মাসুদ (২৭), ও মো. রফিক (২৪)। তাদেরকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ আদেশ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দালালদের কারণে একদিকে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হচ্ছেন অন্যদিকে সরকারি সেবা প্রদানে বাধার সৃষ্টি হচ্ছে।
মন্তব্য করুন