পুরান ঢাকার বংশাল থেকে অবৈধ জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তারা হলেন- ইউনুছ আলী, সোহেল হোসেন, হৃদয়, সাফওয়ান ও আসলাম।

গত বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহায়তায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েব জানান, গোপন খবরের ভিত্তিতে বংশালের বসুন্ধরা স্কয়ার মার্কেট এলাকায় যায় র‌্যাব ও বিটিআরসির যৌথ দল। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে চারটি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, একটি মোবাইল জিএসএম থ্রিজি ইয়োলো রিপিটার, একটি জিএসএম এমএইচজেড রিপিটার, ছয়টি ইনডোর অ্যান্টেনা, পাঁচটি আউটডোর অ্যান্টেনা, ছয়টি মোবাইল ফোনসেট ও নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব বলছে, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে অসৎ উদ্দেশ্যে অবৈধ জ্যামারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি অপরাধী চক্রের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।