রাজধানীর উত্তর বাড্ডা এলাকার রাস্তা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরিচয় না পাওয়ায় লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ আলী সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উত্তর বাড্ডার আলীর মোড়ের পানির পাম্প গলিতে এক যুবকের লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এসআই নওশাদ আরও জানান, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে- তিনি ভবঘুরে ছিলেন। তার বয়স ৩৮-৪০ বছর হতে পারে।