- রাজধানী
- আবারও অগ্নিসন্ত্রাস করতে চায় বিএনপি: মেয়র তাপস
আবারও অগ্নিসন্ত্রাস করতে চায় বিএনপি: মেয়র তাপস

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল বিএনপি। জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। এটা বিএনপির সহ্য হচ্ছে না। আজ বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। আবারও জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস করতে চায় তারা।
শুক্রবার পুরান ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনার আয়োজন করা হয়।
মেয়র তাপস বলেন, দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে তাদের অধিকার নিশ্চিত করেছে। আবারও তাই করবে। তিনি বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিন পরীক্ষিত নেতা। দুঃসময়ের ত্যাগী নেতা। তাঁর নেতৃত্বে ক্রান্তীলগ্নেও পুরান ঢাকায় আওয়ামী লীগ সুসংগঠিত ছিল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন খান আজম এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শারফুদ্দিন আহম্মেদ সেন্টু। মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান হবে না। স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের একজোট হতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন