- রাজধানী
- ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে গেল শিশুর প্রাণ
ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে গেল শিশুর প্রাণ

প্রতীকী ছবি
রাজধানীতে সাততলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে সালমান আদিব অর্ণব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার খিলক্ষেতের বোটঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ওসি সাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সালমান আদিব পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল রুহুল আমিনের ছেলে। সে খিলক্ষেত এলাকার এক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
রুহুল আমিন জানান, বিকেলে ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে ওঠে সালমান। এ সময় অসাবধানবশত ছাদ থেকে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সালমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মন্তব্য করুন