- রাজধানী
- বুয়েট ছাত্রী সাবেকুন নাহার সনির বাবার মৃত্যু
বুয়েট ছাত্রী সাবেকুন নাহার সনির বাবার মৃত্যু

নিহত বুয়েট ছাত্রী সাবেকুন নাহার সনি। ফাইল ছবি
ছাত্রদলের দুই পক্ষের গোলাগুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্রী সাবেকুন নাহার সনির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন সনির ফুফাতো ভাই মো. মামুন মোল্লা।
মামুন মোল্লা জানান, হাবিবুর রহমান ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়ার রামাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন টেন্ডারবাজিকে কেন্দ্র করে বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্রলীগের টগর গ্রুপের বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে নিহত হন কেমিকৌশল বিভাগের (৯৯ ব্যাচ) ছাত্রী সাবেকুন নাহার সনি। তবে মৃত্যুর এত বছর পরও ঘটনার প্রকৃত আসামিদের বিচার হয়নি। এ বিষয়ে সনির পরিবার এবং বুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে বিচারের দাবি জানিয়ে আসছেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২১ সালে সনির নামে বুয়েটের মেয়েদের একটি হলের নামকরণ করা হয়।
মন্তব্য করুন