- রাজধানী
- বাপসার সভাপতি সোহরাব, সম্পাদক মিজানুর
বাপসার সভাপতি সোহরাব, সম্পাদক মিজানুর

সভাপতি সোহরাব আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে সোহরাব আলী সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট এক হাজার ৩৩৯ ভোটের মধ্যে সভাপতি পদে সোহরাব আলী পেয়েছেন ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হাবিবুর রহমান পেয়েছেন ৪০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান পেয়েছেন ৫৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩৪৭ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান। এক হাজার ৯৬ জন ভোটার নির্বাচনে তাদের ভোট প্রদান করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া ১২৭টি পদের অন্য পদগুলোতে আগেই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মন্তব্য করুন