- রাজধানী
- ৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দাবি সরকারি কর্মচারীদের
৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দাবি সরকারি কর্মচারীদের

পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় - সমকাল
ডব্লিউএফটিইউভুক্ত ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিসের এশিয়া-প্যাসিফিক কন্টিনেন্টাল সম্মেলনে বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গত ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সম্মেলনে পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এ দাবি তুলে ধরেন।
শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্মেলনে টিইউআই পাবলিক সার্ভিস বাংলাদেশের একমাত্র এফিলিয়েট সংগঠন হিসেবে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ তিন সদস্যসহ যোগদান করে। নেপালের জনপ্রশাসনমন্ত্রী সম্মেলন উদ্বোধন করেন। টিইউআই পাবলিক সার্ভিসের সাধারণ সম্পাদক কমরেড জোলা সেপাথাসহ (সাউথ আফ্রিকা) এশিয়ার বিভিন্ন দেশের ১৮০ জন প্রতিনিধি অংশ নেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, কার্যকরী সভাপতি মানিক মৃধা, সহসভাপতি রফিকুল আলম, মোফাজ্জল হোসেন, প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন ও সাংগঠনিক সচিব আবদুল আহাদ শিপন।
মন্তব্য করুন