ইন্টারন্যাশানাল লিগ টি টোয়েন্টির প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হল গালফ জায়ান্টস। ক্রিস লিনের দুর্দান্ত ৭২ রানে উড়ে গেল ডেজার্ট ভাইপারস। ডেজার্ট ভাইপার্সের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য মাত্র ১৮.৪ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে গালফ জায়ান্টস। ফলে ৭ উইকেটের জয়ে প্রথম মৌসুমের ট্রফি হাতে নিল হেটমায়াররা।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে এদিন গালফ জায়ান্টসের হয়ে ওপেন করতে নেমেছিলেন জেমস ভিনস ও ক্রিস লিন। ১৪ বলে ১৪ রান করে লুক উডের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান জেমস। এরপরে গ্র্যান্ডহোমও মাত্র এক রান করে আউট হন। কিন্তু ক্রিজের এক প্রান্ত ধরে থাকেন ক্রিস লিন। ৫০ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১ ছয়। প্রথমে ইরাসমাসের সঙ্গে জুটি বাঁধেন ও পরে হেটমায়েরের সঙ্গে জুটি বেঁধে জয় নিশ্চিত করেন তিনি। ১৩ বলে ৫ চারে ২৫ রানে খেলছিলেন হেটমায়ার। ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করে গালফ।

এর আগে কার্লোস ব্র্যাথওয়েট, কাইস আহমেদ ও কলিন ডি গ্র্যান্ডহোম দারুণ বোলিংয়ে ডেজার্টকে ১৪৬ রানে আটকে দেয়। ৮ উইকেটের তিনটি নিয়েছেন ব্র্যাথওয়েট, দেন মাত্র ১৯ রান। ম্যাচসেরাও হয়েছেন এই উইন্ডিজ তারকা। দুটি উইকেট পান কাইস। ডেজার্টের পক্ষে ২৭ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন হাসারাঙ্গা, ছয় চার ও ২ ছয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে স্যাম বিলিংসের ব্যাটে।

বিষয় : আইএল টি-টোয়েন্টি গালফ জায়ান্টস ডেজার্ট ভাইপারস

মন্তব্য করুন