
শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন রাজবাড়ীর সুহৃদরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রাজবাড়ী সুহৃদ সমাবেশ। উৎসবের চতুর্থ দিনের 'সোনার মানুষ চাই' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব কবি সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন আবৃত্তি করেন এবং লালনের গান পরিবেশন করেন কার্যনির্বাহী সদস্য হৈমন্তী বিজয়। তাঁদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
পরে রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের হাত থেকে আনুষ্ঠানিকভাবে উৎসব স্মারক গ্রহণ করেন সভাপতি আহসান হাবীব, সমকাল জেলা প্রতিনিধি সৌমিত্র শীল। এ সময় সাংগঠনিক সম্পাদক রবিউল রবি এবং হৈমন্তী বিজয় উপস্থিত ছিলেন।
রাজবাড়ী প্রতিনিধি
মন্তব্য করুন