- রাজধানী
- স্বামীর ‘থাপ্পড়ে’ স্ত্রী মৃত্যুর অভিযোগ, স্বামী আটক
স্বামীর ‘থাপ্পড়ে’ স্ত্রী মৃত্যুর অভিযোগ, স্বামী আটক

প্রতীকী ছবি
লালমনিরহাটের আদিতমারীতে স্বামীর ‘থাপ্পড়ে’ জাহানারা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী মতিয়ার রহমান কাছুকে (৬০) আটক করেছে পুলিশ।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে জাহানারা স্বামীকে লক্ষ্য করে আঙুল তুলে কথা বলতে থাকেন। এতে স্বামী মতিয়ার রহমান উত্তেজিত হয়ে স্ত্রী জাহানারাকে থাপ্পড় দেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জাহানারা মারা যান।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন