- রাজধানী
- দুর্নীতির মামলায় ঝিনাইদহের সাবেক পৌর চেয়ারম্যান কারাগারে
দুর্নীতির মামলায় ঝিনাইদহের সাবেক পৌর চেয়ারম্যান কারাগারে

প্রতীকী ছবি
দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার যশোরের স্পেশাল জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক সামছুল হক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আনিচুর রহমান খোকা জেলা শহরের শহিদ জিয়া সড়কের মৃত এসএম মতলেবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী আশরাফুল আলম বিপ্লব। তিনি জানান, ১৯৯৩ সালে চেয়ারম্যান থাকাকালে খোকা অনিয়মতান্ত্রিকভাবে মাস্টাররোলে ৪০জনকে বিভিন্ন পদে ঝিনাইদহ পৌরসভায় চাকরি দেন। ওই নিয়োগের সময় তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেননি। তার মেয়াদের পাঁচ বছরে ওই কর্মচারীদের ১৬ লাখ ২০ হাজার ৫৩৯ টাকা রাষ্ট্রের ক্ষতি করেছেন। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে তার নামে ঝিনাইদহ সদর থানায় বাদী হয়ে মামলা করেন দুদকের পরিদর্শক নজরুল ইসলাম। পরে ওই মামলার তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। এ ছাড়া একই সময়ে আরও চারজন কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে তার নামে আরও একটি মামলা করেন দুদকের এএসপি নারায়নচন্দ্র বিশ্বাস। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
মন্তব্য করুন