রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছিনতাইয়ের মামলায় দুই নেতা বর্তমানে কারাগারে আছে।

বহিষ্কার হওয়া দুই নেতার মধ্যে মোহাইমিনুল ইসলাম ইমন বাংলা বিভাগ এবং রাজিব হোসাইন রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র।

শনিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।

গত ১৬ ফেব্রুয়ারি বইমেলায় পুলিশ সেজে দুইজন দর্শনার্থীকে তল্লাশি চালিয়ে ১৫০০ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত এই দুই জন। পরে ভুক্তভোগীরা বাড়িতে যাওয়ার ভাড়া নেই জানালে তারা তাদেরকে ৬০০ টাকা ফেরত দেন। এ সময় ভুক্তভোগীরা বুঝতে পেরে চিৎকার করলে আশেপাশে মানুষ জড়ো হয় এবং পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে।

গত শুক্রবার শাহবাগ থানায় ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি ইমনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। সেই সঙ্গে দু'জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।