সাতক্ষীরার কলারোয়ায় ৫২ পিচ ইয়াবাসহ ইনতাজ আলী(৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৫ টায় গদখালী কোল্ডস্টোরেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গদখালী কোল্ডস্টোরেজ এলকায় মাদক বিক্রির খবর পায় পুলিশ। থানার এ এস আই আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই স্থানে অভিযান চালিয়ে ইনতাজ আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিচ ইয়াবা উদ্ধারসহ জব্দ করা হয়।

কলারোয়া থানার ওসি নাছিরউদ্দীন মৃধা জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবার সকালে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।