ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির উদ্যোগে কুইজ ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এই উৎসব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

আয়োজকেরা জানান, আয়োজনে আন্তঃহল, আন্তঃবিভাগ এবং একক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (স্নাতক ও স্নাতকোত্তর) সব শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টিভি, দৈনিক সমকাল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, জাগো নিউজ২৪, রেডিও কার্নিভাল ও ঢাকা টাইমস।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভুইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির মডারেটর ড. মুহম্মদ মাহবুবুর রহমান ও ড. রায়হান সরকার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলী শেখ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।

অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি রিমন আল মাহদী এবং সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক শোয়াইব রহমান।