- রাজধানী
- আড়াইহাজারে বিদ্যুতায়িত যুবকের মৃত্যু
আড়াইহাজারে বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

ফাইল ছবি
পুকুরে পানি সেচের সময় বিদ্যুতায়িত হয়ে রহিম মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিম মিয়া উপজেলার বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মনু মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজেদের পুকুরে দু’দিন ধরে মোটরপাম্পের সাহায্যে পানি সেচ এর কাজ চলছিল। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে মোটরপাম্পটি কয়েকবার বন্ধ হয়ে যায়। বিদ্যুতের লাইন চেক করার সময় রহিম মিয়া বিদ্যুতায়িত হয়ে পুকুরে ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বিদ্যুতায়িত হয়ে রহিম মিয়ার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন