- রাজধানী
- পানি সরবরাহের আড়ালে ইয়াবার ব্যবসা, গ্রেপ্তার ২
পানি সরবরাহের আড়ালে ইয়াবার ব্যবসা, গ্রেপ্তার ২
৪০ রাউন্ড গুলিসহ পিস্তল জব্দ

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় পানির জারবাহী কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তারের পর পাওয়া গেছে একটি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কপবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কবীর আহম্মেদ জানান, সম্প্রতি কক্সবাজার থেকে একটি কাভার্ডভ্যানে ঢাকায় ইয়াবা পাচারের তথ্য পান। সেই তথ্যে চেকপোস্ট স্থাপন করে লোহাগাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে চেকপোস্টে কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের পেছনে গাড়ির মূল কাঠামোর সঙ্গে কাঠ দিয়ে তৈরি বপে ১৬টি পোঁটলা পাওয়া যায়। সেখানে ১ লাখ ৬০ হাজার ইয়াবা ছিল। চালকের প্যান্টের পকেটে একটি পিস্তল এবং নুর হোসেনের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, কাভার্ডভ্যানটি 'আর বি কার্গো ট্রেডার্স' নামে বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার সকালে কাভার্ডভ্যানে পানি নিয়ে কপবাজারে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে।
মন্তব্য করুন