- রাজধানী
- ফরিদপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভা, অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে লড়ার প্রত্যয়
ফরিদপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভা, অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে লড়ার প্রত্যয়

ছবি: সংগৃহীত
ফরিদপুর বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভায় কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে লড়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। মঞ্চের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দুপুরে শহরের আলীপুর এলাকায় সংগঠনের নতুন কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান হোক সকল অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার- এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চের পথচলা শুরু।তারই ধারাবাহিকতায় সংগঠনের জেলা আহ্বায়ক সজল বাড়ৈর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, সংগঠনের উপদেষ্টা সরকারি সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সহকারী অধ্যাপক লিয়াকত হিমু, দৈনিক সংবাদ এর সংবাদদাতা কাজী সবুজ, সংগঠনের সদস্য সজীব বৈরাগীসহ সদস্যবৃন্দ।
সভায় আলোচকবৃন্দ বলেন, বিজ্ঞান শুধু পাঠ ও মুখস্ত পরীক্ষায় পাশের বিষয় নয়, বিজ্ঞান হচ্ছে সৃজনশীল প্রক্রিয়ায় সত্য আবিষ্কার ও সত্য ধারণ করার বিষয়। পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যে জ্ঞান সৃষ্টি হয় তার মধ্যে কুসংস্কার ও অন্ধবিশ্বাস থাকতে পারে না। তাই শুধুশিক্ষা অর্জন নয়, সংস্কার-কুসংস্কার মুক্ত হয়ে বিজ্ঞান শিক্ষার প্রসার হবে এবং সেই ক্ষেত্রে বিজ্ঞান আন্দোলন মঞ্চ অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।
মন্তব্য করুন