সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরের বড় ভাই মুছা মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার নগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

মুছা মিয়া চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালের হাট ধোরলী গ্রামের কামাল মিয়ার তৃতীয় সন্তান। দীর্ঘ ১৮ বছর তিনি প্যারালাইজড ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সমকাল চট্টগ্রাম ব্যুরো পরিবার।

আগামীকাল শুক্রবার জানাজা শেষে নিজ গ্রাম বোয়ালখালীর কালের হাট ধোরলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।