রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের একটি কলোনিতে অসহায় তেলেগু সম্প্রদায়ের বাস। সেখান থেকে তাদের উচ্ছেদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে যে ঘর দেওয়ার কথা ছিল, তা আর জোটেনি। যা দেওয়া হয়েছে, তা ‘বসবাসের অনুপযোগী’। সেখানে নেই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। এমনকি স্যুয়ারেজের পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে তেলেগুদের। এমনটি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

গতকাল বৃহস্পতিবার ধলপুরে গিয়ে ঘরের পরিস্থিতি দেখে হতাশা ব্যক্ত করেছে তিন সদস্যের পরিদর্শক দল। তারা বলছেন, তেলেগু সম্প্রদায়ের মানুষ এ দেশের নাগরিক হওয়ার পরও বেঁচে থাকার ন্যূনতম সুবিধা ভোগ করতে পারছে না।

কমিশনের জনসংযোগ দপ্তর জানায়, পরিদর্শনের সময় দেখা যায়, তেলেগুদের যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে মাত্র কয়েকটি ঘর তোলা হয়েছে। কক্ষগুলো এতই ছোট, সেখানে দুই-তিনজন মানুষ থাকার অনুপযোগী। বসবাসের স্থান স্যুয়ারেজের পানিতে সয়লাব। তাদের স্যুয়ারেজের পানির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।

এ সময় তেলেগু সম্প্রদায়ের উপস্থিত লোকজন কমিশনকে জানায়, ১২৭টি পরিবারের তালিকা করা হয়েছে। এর মধ্যে সাতটি পরিবার বসবাসের জায়গা পাবে কিনা এর কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। নতুন জায়গায় আবাসস্থল গড়ে তোলার মতো তাদের কাছে পর্যাপ্ত টাকাও নেই।
অবিলম্বে তেলেগু সম্প্রদায়ের মানুষের জন্য পানি, বিদ্যুৎ, টয়লেট, মাটি ভরাট করে রাস্তা নির্মাণের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কমিশনের পরিচালক আশরাফুল আলম, উপপরিচালক সুম্মিতা পাইক প্রমুখ।