- রাজধানী
- ছুটির দিনে জমজমাট পর্যটন মেলা
ছুটির দিনে জমজমাট পর্যটন মেলা

মেলায় আজ দর্শনার্থীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলার পর্দা নামছে আগামীকাল শনিবার। তার আগে আজ শুক্রবার ছুটির দিনে মেলায় দর্শনার্থীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিক্রেতারা জানান, মেলায় তাঁরা ক্রেতা-দর্শনার্থীদের ভালো সাড়া পেয়েছেন। এক নবদম্পতি জানান, মেলায় এসে তারা পর্যটন বিষয়ে বিভিন্ন তথ্য জানার পাশাপাশি শৌখিন বিভিন্ন জিনিসও কিনতে পারছেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার শুরু হয় তিন দিনব্যপী পর্যটন এ মেলা। মেলায় ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশ নিচ্ছেন। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হসপিটাল প্রদর্শক হিসেবে মেলায় অংশ নিচ্ছে। মেলায় ১৪টি প্যাভিলিয়নে ১৪৬টি স্টল রয়েছে।
ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ১১তম ‘ফাস্ট ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ (বিটিটিএফ) শিরোনামের এ মেলার পর্দা নামবে শনিবার। টোয়াব পরিচালক (জনসংযোগ বিভাগ) মো. ইউনুছ সমকালকে জানান, মেলায় দর্শনার্থীর ভিড় বেশি দেখা গেছে। পর্যটন বিষয়ে জানার আগ্রহ থেকে তাঁরা মেলায় এসেছেন। মেলার সার্বিক সহযোগিতায় আছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।
দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। সেই সঙ্গে দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে ছাত্রছাত্রী ও মুক্তিযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত।
মন্তব্য করুন