রাজধানীর লালমাটিয়ার কলা কেন্দ্রে বৃহস্পতিবার পুষ্টি বিষয়ক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আলোকচিত্রী মোহাম্মদ রকিবুল হাসানের তোলা ছবির এ প্রদর্শনী ৬ মার্চ পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশে পুষ্টি পরিচালনা প্রকল্পের প্রভাব, অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলা এবং মায়েদের পুষ্টির অবস্থার উন্নতির উল্লেখযোগ্য পদ্ধতিগুলোকে এ প্রদর্শনীতে তুলে এনেছেন আলোকচিত্রী।

উপকূলীয় অঞ্চল বাগেরহাটের চারটি উপজেলার নারীদের পুষ্টি ও অপুষ্টির চিত্র উঠে এসেছে এ প্রদর্শনীতে। উপকূলীয় অঞ্চলের নারীদের মোট ৭৩টি ছবি এতে স্থান পেয়েছে। 

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃত্ব ও বাংলাদেশ পুষ্টি পরিষদের (বিএনএনসি) অংশীদারিত্বে বাস্তবায়নাধীন প্রকল্প 'ক্রেইন' এ প্রদর্শনী আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস ইউটলি, বিএনএনসির মহাপরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার এবং চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। বক্তারা বলেন, উন্নত দেশ গড়ে তুলতে দেশের সব মানুষের জন্য যথাযথ পুষ্টি নিশ্চিত করার বিকল্প নেই। এ জন্য পুষ্টিসুশাসন নিশ্চিত করতে হবে।