রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিস্ফোরণে ধসে পড়া ভবনের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ চৌধুরী বিপিএম (বার)।

তিনি বলেন, বিস্ফোরণ স্থল ওই ভবনের ছাদ। সেখানে ফিনিক্স নামে একটি ইনস্যুরেন্স কোম্পানি আছে। সেখানে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ হয়েছে। এটি স্যুয়ারেজ লাইনের গ্যাস হতে পারে।

এর আগে রোববার সকাল ১০টা ৫০ মিনিটে সায়েন্স ল্যাবরেটরি এলাকার প্রিয়াঙ্গন মার্কেটের পাশে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।